তোমার হৃদয়ে তোলপাড় করছে →↓
আমি তোমার সম্মুখে দাড়িয়ে আছি বলে।।
হয়ত অনেক সুখি হবে, তাইতো বধুর সাজ তোমার গায়ে।
হয়ত অনেক সুখি হবে, তাইতো বধুর সাজ তোমার গায়ে।
পাশে থেকে আন্টি বলছে আমায়, ভালো করে দেখে নাও। ।
আচমকায় বলতে গিয়ে ঠোটাটা কেনো জানি কাপছে।।
চোখটা ভিশন ঝাপটা দেখাচ্ছে ....
ঘুমঘোর কাটলে হয় যেমন →
ঘুমঘোর কাটলে হয় যেমন →
পাষাণী বুঝলো না → কি কষ্ট হইতেছে আমার।
আন্টি হাতটা ধরে বললো চলো → বসবে কোথাও।।
আন্টি হাতটা ধরে বললো চলো → বসবে কোথাও।।
স্তব্ধতা মুখকে তালা লাগিয়ে দিয়েছে ।।
বলতে গিয়েও কথা মুখ থেকে বের হচ্ছে না ।।
বুকে হাত, কষ্টকে চাপা দেওয়ার ইচ্ছা।
চোখতো শুধু নির্বাক চাহনিতেই রয়েছে।।
পারছিনা মানতে এ সাজে অন্য করো জন্যনে সে আজ সাজবে। ।
বিশ্বাসও আজ হার মানলো , বাস্ততার কাছে।
পারছিনা মানতে এ সাজে অন্য করো জন্যনে সে আজ সাজবে। ।
বিশ্বাসও আজ হার মানলো , বাস্ততার কাছে।
ক্রেডিট :----- রায়হান __--_------







Translate















BD Dial Codes

No comments:
Post a Comment