
সবচেয়ে স্বার্থপর শব্দ হল - আমি,
এটাকে এড়িয়ে যাও।
► সবচেয়ে বিষাক্ত শব্দ হল -অহংকার,
এটাকে মেরে ফেল।
► সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হল -ভালোবাসা,
এটাকে সম্মান দেও।
"আমার অস্তিত্ব-এটিও পড়ুন"বদলায় সময়,পাড়ি দিতে হয় কত পথ। নতুনত্বে হয় পরিচয়,ভূলিয়া অন্যসব।।।...
► সবচেয়ে আনন্দদায়ক শব্দ হল -হাসি,
এটাকে ধরে রাখো।
► সবচেয়ে পরিশ্রমী শব্দ হল -সাফল্য,
এটাকে অর্জন কর।
"আমার অস্তিত্ব-এটিও পড়ুন"সব সময়,সবখানে-সব কথার,সব মানে। →→সব দেখার ভূল থাকে।।...► সবচেয়ে বাঞ্ছনীয় শব্দ হল - ঈর্ষা,
এটা থেকে দূরে থাকো।
► সবচেয়ে ক্ষমতাশালী শব্দ হল -জ্ঞান,
এটাকে অর্জন কর।
► সবচেয়ে অপরিহার্য শব্দ হল -আত্মবিশ্বাস,
এটাতে বিশ্বাস রাখো।
#রায়হান
এটাকে অর্জন কর।
► সবচেয়ে অপরিহার্য শব্দ হল -আত্মবিশ্বাস,
এটাতে বিশ্বাস রাখো।
#রায়হান







Translate














BD Dial Codes

No comments:
Post a Comment