চোখের স্বাদ মিটলেও বন্ধু,
মনের স্বাদ মিটেনা ।
তাই তো দেখি প্রেমের বিয়ে,
অধিকাংশই টিকেনা।
বিয়ের আগেই রুপের কদর ,
অধিকাংশই টিকেনা।
বিয়ের আগেই রুপের কদর ,
বিয়ের পরে থাকে না ।
তখন বন্ধু গুন ছাড়া,
তখন বন্ধু গুন ছাড়া,
কিছুই কাজে আসে না।
তাই পাত্র পাত্রী খোঁজার সময়,
দ্বীনের কথা ভুলো না।
দ্বীন হল দো-জাহানের,
তাই পাত্র পাত্রী খোঁজার সময়,
দ্বীনের কথা ভুলো না।
দ্বীন হল দো-জাহানের,
শান্তি সুখের ঠিকানা।
আল্লাহর হুকুম নবীর সুন্নাত,
আল্লাহর হুকুম নবীর সুন্নাত,
যে জন মনে রাখে না।
এমন বেদীন মানুষ বন্ধু,
এমন বেদীন মানুষ বন্ধু,
শান্তি দিতে পারে না।
সময় হলেই বিয়ে করো,
সময় হলেই বিয়ে করো,
মোটেই দেরি করো না।
নয়লে শয়তান সুযোগ নিবে ,
নয়লে শয়তান সুযোগ নিবে ,
তারে সুযোগ দিও না॥







Translate















BD Dial Codes

No comments:
Post a Comment