বয়সেরা ঝুলে আছে , নিয়োগ নীতির কোটায়!
বেকারমুক্ত দেশ হবে, গল্পটা যে বেশ মজার।
শিক্ষা সেশনজটে পড়ে বয়সেরা কাঁদে,
আর বলে কবে হবে শিক্ষাসমাপন ।
মেধা অর্জন করে সরকারি চাকুরী নিবো,
তবেই হবে লক্ষ্য পূরণ।।
শান্তনায় মনোযোগী হয়ে চলছে শিক্ষাজীবন,
নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অবাক হয়ে যাই,
অভিজ্ঞতায় চাই মাএ দশ বছর।।
বাড়ছে হতাশা বয়সতো আর থামে না,
এিশ পেরোলেই লক্ষ্যের নিশ্চিত হবে পতন।
ডিগ্রীলাভ করে যখন বেকার থাকে,
তখন অসম্মান হয় শিক্ষার।।
পরিবার, বন্ধু, আত্নীয় স্বজন,
সমাজের ভদ্রলোকেরা দিয়ে যায় ধিক্কার।।
দেশের বোঝা, সমাজপতিদের উপহাসে ভাবনায় আসে হতাশা,
আর এভাবেই ইতি টানেছে --
আত্নহত্যার পথে এখন মেধাবীরা ।।
#খোকাবাবু
বেকারমুক্ত দেশ হবে, গল্পটা যে বেশ মজার।
শিক্ষা সেশনজটে পড়ে বয়সেরা কাঁদে,
আর বলে কবে হবে শিক্ষাসমাপন ।
মেধা অর্জন করে সরকারি চাকুরী নিবো,
তবেই হবে লক্ষ্য পূরণ।।
শান্তনায় মনোযোগী হয়ে চলছে শিক্ষাজীবন,
নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অবাক হয়ে যাই,
অভিজ্ঞতায় চাই মাএ দশ বছর।।
বাড়ছে হতাশা বয়সতো আর থামে না,
এিশ পেরোলেই লক্ষ্যের নিশ্চিত হবে পতন।
ডিগ্রীলাভ করে যখন বেকার থাকে,
তখন অসম্মান হয় শিক্ষার।।
পরিবার, বন্ধু, আত্নীয় স্বজন,
সমাজের ভদ্রলোকেরা দিয়ে যায় ধিক্কার।।
দেশের বোঝা, সমাজপতিদের উপহাসে ভাবনায় আসে হতাশা,
আর এভাবেই ইতি টানেছে --
আত্নহত্যার পথে এখন মেধাবীরা ।।
#খোকাবাবু







Translate














BD Dial Codes

No comments:
Post a Comment