Sidebar



Raihan Ali. Powered by Blogger.

আপনার ভাষায় পড়ুন

Powered by Google TranslateTranslate


Tuesday, 21 November 2017

বেকারত্বের দূর্দশা

বেকারত্বের দূর্দশা
বাড়ছে বেকার,কিন্তু মেধাবী।
হারাচ্ছে অাশা,পাচ্ছে না চাকুরী।

*
*
*
*
বিষয়গুলো অামরা সবাই জানি হয়ত,তারপরেও সচেতনতা সঠিক মৃল্যবোধের অভাবে অামাদের অাশে পাশে ঘটছে নানা রকম বিব্রত কর ঘটনা।

প্রেষনা
যখন ছাত্র থাকে।
পড়ার চাপ <পরীক্ষা! <রেজাল্ট<A+
এখন চাকুরী নিবারপালা
১০বছর অভিজ্ঞতাসহ অ্যাপলেকেশন<৫০০টাকা ব্যাংক ড্রাফট<পরীক্ষা<মৌখিক+টাকা =তবেই চাকুরী
সরকারী বেসরকারী সববিভাগকেই প্রভাবিত করছে।যার ফলে যৌতুক প্রথাকে ত্বরাণিত করছে।যে টাকা চাকুরীতে ব্যয় করে তা বিয়ের পণ হিসেবে কণের বাবার কাছ থেকে নেয়া হয়।এমনো অাছে ৪-৫ টা বিয়ে করে থাকে চাকুরী দেখিয়ে।

সরকারী চাকুরীজীবির বিয়ের ঘটনা
বিবাহপর্ব :পাত্রী সুন্দরী চায়<৭লক্ষ টাকা<সাথে ত্রকটা মোটরসাইকেল <অার ঘর সাজানোর জন্য দিলেই হবে।তাতে কণের বাবা রাজি হলে বিবাহের দিন তারিখ ঠিক করা হয়।

এর ফলে দিন দিন নিয়ণ্ত্রনহীন হয়ে পড়ছে সব অপরাধ কর্ম।
এক বার ভেবে দেখলে মনে হবে,যারা ছাত্র তারা পড়ালেখা শেষ করার পর ৮-১০অভিজ্ঞা কিভাবে হবে,যদি তাদের পার্টটাইম কাজের ব্যবস্খা থাকতো তবেই তাদের অভিজ্ঞা থাকতো।
তা যদি না থাকে তবে অভিজ্ঞা চাও মানে, মেধাবী বেকারদের বিতারিত করা হবে তার যোগ্যতা প্রমাণে।

মনে হচ্ছে,বেকাররা কি পাবে না, তার নিজ্বস কোন অাকার।
তারা পরিবারে,সমাজে সর্বত্র অবহেলিত।
তাদের ব্যথা বুঝার কেউ নাই।
অনেক মেধাবী অকালে তার মেধা হারাচ্ছে,শত চাকুরী খোজার পর ব্যর্থ হয়ে তারা ভৃল পথ বেচে নিয়ে থাকে।
ছাত্ররা শত নিয়ম পালন করে শিক্ষা জীবন শেষ করে। তারপরে চাকুরী নিতে থাকে শুধু নিয়ম, অার লাগে মামা। তারপরো শত টাকা ব্যাংক ড্রাফট, অনেক বাধা ভাঙ্গতে পারলে, জয় হয় তার।
পিছিয়ে গেলে,মৃর্খ।এগিয়ে গেলে নিয়ম অার বাধার মোকাবেলা করতে হয়।
এভাবে যখন তার বয়স সীমা শেষ।
নিরুপায় কি অার করা। হায়ের বেকার!!!!

#খোকাবাবু

No comments:

anigif

Followers

Recent Post

গ্রামীণ কম্পিউটারের পক্ষ থেকে সকলকে ইংরেজী ২০১৮ইং সালের নববর্ষের শুভেচ্ছা।আপনি কি আপনার অফিস ও প্রতিষ্ঠানের প্রিন্টার ও মূল্যবান দলিলপএের সুরক্ষা নিয়ে চিন্তিত?প্রিন্টার সুরক্ষার জন্য ব্যবহার করুন Anycolor Toner Cartridge যা অরিজিনালের বিকল্প হিসেবে বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। Anycolor Toner Cartridge এ আমরা দিচ্ছি প্রতি কার্টুনে (১০পিস=১কার্টুন)একটি করে মোবাইল ফোন ফ্রি । এছাড়াও আমাদের প্রোমোশনাল প্যাকেজ তো আছেই। Anycolor Toner Cartridge উচ্চ কোয়ালিটি সম্পন্ন টোনার যা পৃথিবীর সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে । Anycolor Toner Cartridge ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানে প্রিন্টার ও মূল্যবান নথিপত্র সুরক্ষিত রাখুন। গ্রামীণ কম্পিউটার-ঢাকা। মোবাইল-০১৯২০২০০৮১৭.****
GreenForce HTML Free Code
anycolor_show 1st_casing_show gc_power_supply_show greenforce_casing_show speaker_show 1st_key_show Laptop_show 1st_headphone_show 1st_power_show 1st_fan_show ram_show Green_Force_new_show
Gm-page-001 রের পক্ষ থেকে সবাইকে ইংরেজি 2018ইং সালের শুভেচ্ছা   ।

Brand

GRAMEEN COMPUTER

www.grameencomputer.com

Your ad Grameen Computer - GreenForce Branded Products Ad   www.grameencomputer.com All Kinds of Computer Accessories,Im...

H3-∞◊µ◊_p8

English-Vocabulary-Games-And-Class-Activities

anycolor_show1st_casing_show1st_key_showram_show1st_headphone_show

Tags

We’ll never share your email address with a third-party.

Labels

Labels

Back to Top