তাই তার প্রাপ্তিগুলোতে পড়ে যায় →ধুলোর আস্তরণ
আমি বলছি না যে, অপ্রাপ্তি নিয়ে ভাবার কোন→ দরকার নেই ।
অবশ্যই দরকার→ আছে ।
কিন্তু যে ভাবনা আমাদের সৃষ্টিশীলতা,
সৃজনশীলতা কমিয়ে হতাশাগ্রস্থ করে
তোলে, সেই ভাবনার কি খুব একটা →দরকার আছে ?
অপ্রাপ্তিগুলো থাক না অন্তরালে,
প্রাপ্তির আড়ালে ।
আমাদের যেমন অপ্রাপ্তি নিয়ে ভাবতে
হবে, তেমনি ভাবতে হবে প্রাপ্তিগুলো
নিয়ে, করতে হবে→ চর্চা ।
সৃষ্টিকর্তা আমাদের সবাইকে→ সবকিছু
দেননি। কিন্তু প্রত্যেককেই দিয়েছেন → বিশেষ কিছু।
আর এই বিশেষ ক্ষেত্রগুলোকে আবিষ্কার
করেই সামনে এগিয়ে যেতে হবে→ আমাদের.......
............Raihan........
সৃজনশীলতা কমিয়ে হতাশাগ্রস্থ করে
তোলে, সেই ভাবনার কি খুব একটা →দরকার আছে ?
অপ্রাপ্তিগুলো থাক না অন্তরালে,
প্রাপ্তির আড়ালে ।
আমাদের যেমন অপ্রাপ্তি নিয়ে ভাবতে
হবে, তেমনি ভাবতে হবে প্রাপ্তিগুলো
নিয়ে, করতে হবে→ চর্চা ।
সৃষ্টিকর্তা আমাদের সবাইকে→ সবকিছু
দেননি। কিন্তু প্রত্যেককেই দিয়েছেন → বিশেষ কিছু।
আর এই বিশেষ ক্ষেত্রগুলোকে আবিষ্কার
করেই সামনে এগিয়ে যেতে হবে→ আমাদের.......
............Raihan........








Translate














BD Dial Codes

No comments:
Post a Comment