পারছি না ওহে নিত্যবৃত্ত
তোমার কক্ষপথে যাএা করতে।।
আমরা সবাই ডিজিটাল
সময় আমাদের হাতে মুটোয়, তবুও নিপীড়িত হচ্ছি ।।
তোমার কক্ষপথে যাএা করতে।।
আমরা সবাই ডিজিটাল
সময় আমাদের হাতে মুটোয়, তবুও নিপীড়িত হচ্ছি ।।
প্রয়োজনে বিবেক হারাচ্ছি
খাদ্যের দাম বাড়াচ্ছি, আবার এাণ বিতরণ করছি মহাউৎসবে।
খাদ্যের দাম বাড়াচ্ছি, আবার এাণ বিতরণ করছি মহাউৎসবে।
আচারণ -চরিএ পরিবর্তন হচ্ছে পোশাকের মতো
অধিকারে দাবি দিয়েও সমাজে মা বোন বউ - শিশু কেউ নিরাপদ নয়।
অধিকারে দাবি দিয়েও সমাজে মা বোন বউ - শিশু কেউ নিরাপদ নয়।
মেধাবীরা থাকছে বেকার
নিয়োগে বাণিজ্য চলে নামে - বেনামে দুর্নীতি হয়।
নিয়োগে বাণিজ্য চলে নামে - বেনামে দুর্নীতি হয়।
উন্নয়নটা আসে কই --
জনমানবের নাকি পদধারীর রাজ্যসভার।
জনমানবের নাকি পদধারীর রাজ্যসভার।
আমি চিনতে পারছি না গো
মনুষ্য নামের জীবকে, তারা আরেক মনুষ্যকে হত্যা করে।
মনুষ্য নামের জীবকে, তারা আরেক মনুষ্যকে হত্যা করে।
জনে জনে দ্বন্দ্ব , ক্ষুধার জ্বালা
তারপরে আবার হয়েছে আশ্রয়হীন
তবু হচ্ছে মিড়িয়ার মতো মহা নাটক।।
তারপরে আবার হয়েছে আশ্রয়হীন
তবু হচ্ছে মিড়িয়ার মতো মহা নাটক।।
বৃত্তপথ নয় গো-এইটা যে সৃষ্ট পথ
যে পথে নির্যাতন - লুট, দুর্নীতি
নারীত্ব নিধনেও নেই যে বাকী
ধর্ষণে শিশু কাউকে রাখিনি ছাড়ে।।
যে পথে নির্যাতন - লুট, দুর্নীতি
নারীত্ব নিধনেও নেই যে বাকী
ধর্ষণে শিশু কাউকে রাখিনি ছাড়ে।।







Translate














BD Dial Codes

No comments:
Post a Comment